/anm-bengali/media/media_files/Zo7zegWIsCHQKJUqVnzn.jpg)
নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ফলে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। কান্না ও হাহাকার বালেশ্বরের আকাশকে কাঁপিয়ে তুলছে। মৃত্যুর অভিশাপ নেমে এসেছে বালেশ্বরে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৩৮ জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে। বালেশ্বরের রেল দুর্ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বর্তমানে উদ্ধারকার্য শেষ হয়েছে।
তিনি বলেছেন, "উদ্ধারকার্য শেষ হয়েছে এবং পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে"। তিনি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরে একসঙ্গে ৩ টি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা হয়েছে করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ির মধ্যে। এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের। ঘটনায় প্রায় হাজার জন মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বর্তমানে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
#WATCH | The rescue operation has been completed and restoration work has started. We will thoroughly investigate this incident and will ensure such incidents don't happen in future: Railways Minister Ashwini Vaishnaw on #BalasoreTrainAccidentpic.twitter.com/Iu0l4ad01h
— ANI (@ANI) June 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us