/anm-bengali/media/media_files/pcT5eIH3nEzmAnXuQDIm.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং এআইসিসি ইন-চার্জ এ চেল্লা কুমারকে অবিলম্বে ওড়িশায় ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে নির্দেশ দিয়েছেন। তাদেরকে আইএনসি কর্মী ও ফ্রন্টাল সংস্থাগুলির দ্বারা গৃহীত ত্রাণ তৎপরতা তদারকি করতে নিযুক্ত করেছেন মল্লিকার্জুন খাড়গে।
উল্লেখ্য, ওড়িশায় রেল দুর্ঘটনার জেরে ভয়াবহ পরিস্থিতি এখনও বিরাজ করছে। আতঙ্ক, উত্তেজনা, হাহাকার সব মিলিয়ে ওড়িশার বালেশ্বরে ভয়াবহতার ছায়া স্পষ্ট হয়ে রয়েছে। ইতিমধ্যেই উদ্ধার অভিযান শেষ হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু মানুষ আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর।
#BalasoreTrainAccident | Congress president Mallikarjun Kharge has deputed Lok Sabha Leader Adhir Ranjan Chowdhury and AICC In-Charge A Chella Kumar to immediately visit the train crash site in Odisha to take stock of the situation and oversee relief efforts being undertaken by…
— ANI (@ANI) June 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us