/anm-bengali/media/media_files/ihlQegbxcaJULuW4uKXt.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বঙ্গের ট্রেন দুর্ঘটনা শুনে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে চর্চা। দেশের বিভিন্ন প্রান্তে চলছে উদ্বেগ। অনেকেই এই রেল দুর্ঘটনার জন্যে দুঃখ প্রকাশও করছেন। এবার এই রেল দুর্ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী জেপি নাড্ডা।
/anm-bengali/media/media_files/ATtbZhGl9VdabVJcRu4d.jpg)
এদিন এক্স হ্যান্ডেলে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা, এবং আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই দুঃসময়ে ঈশ্বর শোকাহত পরিবারগুলোকে শক্তি দান করুন।
আমি বিজেপির কর্মীদের কাছেও আবেদন করছি উদ্ধার অভিযানে আপনারা সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করুন”।
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা, এবং আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই দুঃসময়ে ঈশ্বর শোকাহত পরিবারগুলোকে শক্তি দান করুন।
— Jagat Prakash Nadda (@JPNadda) June 17, 2024
আমি @BJP4Bengal কর্মীদের…
/anm-bengali/media/media_files/CKVdemHWwlAWSvra8vUm.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us