/anm-bengali/media/media_files/TVORpO1QjxeWf0MJNPmj.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এই মুহুর্তে উত্তরপ্রদেশে রয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেখান থেকেই কেমব্রিজের উদ্দেশ্যে রওনা দেবেন রাহুল। তবে এখন যোগীর উত্তরপ্রদেশে চলছে রাহুলের প্রভাব। সেখানে ভালো প্রভাব ফেলেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের সাধারণ সম্পাদক ইনচার্জ কমিউনিকেশনস, জয়রাম রমেশ এদিন বলেন, "উত্তরপ্রদেশে আমরা যে ধরনের স্বাগত পেয়েছি এবং যে ধরনের উত্তেজনা এবং শক্তি আমরা দেখছি, তাতে আমরা আপ্লুত। যুবক, মহিলারা সবাই ভীষণ সমর্থন জানাচ্ছে। একই সাথে রয়েছে বেকারত্বের মত বড় সমস্যা। পশ্চিম ইউপির কৃষকদের সমস্যাও রয়েছে। আর এই সবের জন্যেই তারা কংগ্রেসের প্রতি ভরসা রাখতে চাইছেন”।
#WATCH | Moradabad, Uttar Pradesh | Congress General Secretary in-charge Communications, Jairam Ramesh says, "The kind of welcome we received in Uttar Pradesh and the kind of excitement and energy that we have seen...youth, women are all excited. Unemployment is the biggest… pic.twitter.com/lVlrl8DnbV
— ANI (@ANI) February 24, 2024