ছত্তিশগড়ে প্রবেশ করেই ক্ষমা চান রাহুল, চান অনেকে

ন্যায় যাত্রা ছত্তিশগড়ে প্রবেশের বিষয়ে কটাক্ষই করছে রাজ্য বিজেপি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul gandhisd.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে হার স্বীকার করতে হয়েছে কংগ্রেসকে। এবার সেই রাজ্যেই পা রাখতে চলেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আজ ওড়িশার ঝাড়সুগুড়ায় ভারত জোড়ো ন্যায় যাত্রা শেষ করে প্রবেশ করবেন ছত্তিশগড়ে। রাহুলের বার্তা শোনার জন্যে তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ছত্তিশগড়ের কংগ্রেস নেতৃত্ব।

তবে অন্যদিকে, কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা ছত্তিশগড়ে প্রবেশের বিষয়ে কটাক্ষই করছে রাজ্য বিজেপি। এদিন বিজেপির সহ-ইনচার্জ নীতিন নবীন বলেন, “রাহুল গান্ধীকে প্রথমে তার দলের কর্মীদের সাথে ন্যায়বিচার করা উচিত। ছত্তিশগড়ে কংগ্রেস যে অন্যায় সরকার গঠন করেছিল তা জনগণ দ্বারা উৎখাত হয়েছে এবং যখন তিনি এখানে আসবেন, প্রথমে কংগ্রেসের সমস্ত অন্যায়ের জন্য রাজ্যের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর”।

স্ব

স

স