রাজ্যসভার প্রার্থী হতেই রাহুলের ভুল ধরলেন নেতা

'এনডিএ জোটের নেতারা আমার পাশে রয়েছেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rahul ghjk1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভার জন্য বিহার থেকে এনডিএ প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার বিষয়ে, রাষ্ট্রীয় লোক মোর্চা সভাপতি উপেন্দ্র কুশওয়াহা এদিন বলেন, “এনডিএ জোট সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আমি প্রধানমন্ত্রী মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং দলের সমস্ত বরিষ্ঠ নেতাদের ধন্যবাদ জানাই। এনডিএ জোটের নেতারা আমার পাশে রয়েছেন”।

একই সাথে রাহুল গান্ধীর ভাষণ নিয়ে তিনি বলেন, “তার বক্তব্যের কোনো অর্থ নেই। তাই ওই সবে কাআন দিই না”।

xffdgfyhuj

Adddd