“রাহুল গান্ধীর ভোট চুরি অভিযোগ ভুয়ো, আসল চুরি কংগ্রেস করেছে” — শেহজাদ পুনাওয়াল্লার কটাক্ষ

শেহজাদ পুনাওয়াল্লার কটাক্ষ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-20 3.57.13 PM

নিজস্ব সংবাদদাতা: ভোট চুরির অভিযোগ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্যের জবাবে কড়া আক্রমণ শানালেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা।

তিনি বলেন, “রাহুল গান্ধী ‘ভোট চুরি’র অভিযোগ তুলে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করছেন, কিন্তু তথ্যের অভাব স্পষ্ট। কর্ণাটক বিধানসভা নিয়ে তিনি যা বলেছেন, সেটি আসলে ‘লজিক চুরি’ আর ‘সত্য চুরি’। কর্ণাটকে হাই কোর্ট নিজে ঘোষণা করেছে যে কংগ্রেসের এক বিধায়ক, নাঞ্জেগৌড়ার নির্বাচন অবৈধ। সেটাই হলো আসল ভোট চুরি।”

শেহজাদ পুনাওয়াল্লা আরও কটাক্ষ করে বলেন, “যাঁরা ‘মহা চুরি’ করছেন, তাঁরাই অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন—তাও কোনো প্রমাণ ছাড়াই। রাহুল গান্ধীর তথাকথিত হাইড্রোজেন বোমা আসলে আত্মঘাতী বিস্ফোরণ ছাড়া কিছু নয়।”

বিজেপি মুখপাত্রের এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। কংগ্রেস বারবার দাবি করেছে নির্বাচনী প্রক্রিয়ায় শিল্প-স্তরের কারচুপি হচ্ছে, আর বিজেপি পাল্টা বলছে কংগ্রেসই গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত করেছে।

এখন দেখার বিষয়, কংগ্রেস শিবির এই তীব্র আক্রমণের জবাব কীভাবে দেয়।