“রাহুল গান্ধীর ভাষণ জাকির নায়েক ও পন্নুর মতো”—অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

কূটনৈতিক পাসপোর্ট বাজেয়াপ্তের দাবি, কংগ্রেসের বিরুদ্ধে জরুরি অবস্থার সময়ের দমননীতির উদাহরণ টানলেন দুবে।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে এক বিবৃতিতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। দুবের অভিযোগ, বিদেশে গিয়ে রাহুল গান্ধী ভারতীয় সংবিধান নিয়ে দীর্ঘ বক্তৃতা দেন এবং সরকারের বিরুদ্ধে “ভিত্তিহীন” বক্তব্য রাখেন। তিনি মন্তব্য করেন, “রাহুল গান্ধীর ভাষা জাকির নায়েক (মালয়েশিয়া থেকে), খালিস্তানি সন্ত্রাসী পন্নু (কানাডা-আমেরিকা থেকে), আর সাইদ সালাউদ্দিন (পাকিস্তান থেকে)-এর মতো।”

তিনি আরও বলেন, রাহুল গান্ধীর বক্তব্য জর্জ সোরস ফাউন্ডেশনের সমর্থনপুষ্ট এবং কংগ্রেসের অতীত দমননীতির কথা স্মরণ করিয়ে দেন। দুবের দাবি, জরুরি অবস্থার সময় রাজমাতা সিন্ধিয়া ও জয়পুরের গায়ত্রী দেবীর মতো জনপ্রিয় নেত্রীদেরও গ্রেপ্তার করে তিহার জেলে পাঠানো হয়েছিল। স্বাধীনতা সংগ্রামী ভীমসেন সাচারকেও পুলিশ রাতে ধরে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

নারীর অধিকার নিয়ে কংগ্রেসের বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলে কটাক্ষ করেন দুবে। তাঁর দাবি, রাহুল গান্ধীর কূটনৈতিক পাসপোর্ট বাজেয়াপ্ত করা উচিত এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।