আমেঠিতে রাহুল গান্ধীর জয় নিশ্চিত!

'২০১৯ সালের ভুল সংশোধন করে রাহুল গান্ধী এবারে ভোটে জিতবেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul mijooo.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী ও আমেঠির বিজেপি সাংসদ স্মৃতি ইরানি কিছুদিন আগেই বলেছিলেন, ‘রাহুল গান্ধী এবারেও যদি আমেঠি কেন্দ্র থেকে দাঁড়ান, তাহলে এবারেও তিনি হারবেন’। এদিন সেই বক্তব্যের বিষয়ে, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ প্রতিক্রিয়া দেন।

তিনি বলেন, “আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা রাহুল গান্ধীর নিজের সিদ্ধান্ত। কিন্তু মানুষ চায় রাহুল গান্ধী ফিরে আসুক। লোকেরা বুঝতে পারে যে তারা ২০১৯ সালে ভুল করেছে। আর তারা রাহুল গান্ধীকে ফেরত চায়। চ্যালেঞ্জ করা স্মৃতি ইরানির গণতান্ত্রিক অধিকার এবং আমরা কোনো চ্যালেঞ্জ থেকে পালাচ্ছি না। যদি রাহুল গান্ধী আমেঠি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন তবে তিনি নির্বাচনে লড়বেন। লোকেরা বলছে যে তারা ২০১৯ সালের ভুল সংশোধন করে রাহুল গান্ধীকে এবারে ভোটে জিতবেন”।

v

স্ব

স

স