/anm-bengali/media/media_files/2DWtGUS5ayeeAcSQmQ0Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের এনডিএ সরকার তার সরকারের ৯ বছর পূর্ণ করেছে। এদিকে বিজেপি সরকারের ৯ বছরের পূর্তি নিয়ে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনই আজ শুক্রবার এক টুইট বার্তায় লেখেন, ‘মিথ্যে প্রতিশ্রুতি এবং জনগণের দুর্দশার উপর ভিত্তি করে বিজেপি ৯ বছরের পুরনো ভবন তৈরি করেছে। মুদ্রাস্ফীতি, ঘৃণা এবং বেকারত্ব - মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ব্যর্থতার দায় নিন।‘ বছরের পর বছর ধরে সরকার এ ধরনের অনেক মাইলফলক অর্জন করেছে। এই সিদ্ধান্তগুলি নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের জন্য গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হয়েছিল। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছর দেশের জন্য ব্যর্থতা ও দুর্দশায় ভরা ছিল বলে মন্তব্য করেছে কংগ্রেস নেতৃত্ব। সরকার তার প্রতিশ্রুতি পূরণ করেনি এবং বেকারত্ব এবং পণ্য ও পরিষেবা কর (জিএসটি), নোট বাতিলের ফলে জনগণকে ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ‘হাত’ শিবিরের পক্ষ থেকে।
झूठे वादों और जनता की दुर्दशा पर भाजपा ने खड़ी की 9 साल की इमारत!
— Rahul Gandhi (@RahulGandhi) May 26, 2023
महंगाई, नफ़रत और बेरोज़गारी - प्रधानमंत्री जी, अपनी इन नाकामियों की लीजिए ज़िम्मेदारी!#NaakamiKe9Saal pic.twitter.com/G8VFAGAN0m