BJP-র ভেতরের পলিটিক্স, রাহুল গান্ধী করলেন ফাঁস!

দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে যার মধ্যে রয়েছে রাজস্থান। ২৫ তারিখ সেখানে নির্বাচনের আগে এবার বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

New Update
modi rahul.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে বিধানসভা নির্বাচনের মাঝে এবার উদয়পুরের বল্লবনগর এর এক জনসভায় বক্তৃতা রাখলেন রাহুল গান্ধী। বলেন, 'প্রশ্ন হল কেন বিজেপি দেশে ঘৃণা ছড়াচ্ছে? আমি আপনাদেরকে দুটো বিষয় বলতে চাই। ঘৃণার কারণ হল বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি। বিজেপির সিস্টেম হল বেকারত্ব থেকে আপনাদের মন ঘুরিয়ে দেওয়া এবং মুদ্রাস্ফীতি থেকে মন ঘৃণার দিকে ঘুরিয়ে দেওয়া। বিজেপি এবং আরএসএসের টার্গেট হলো গরিব শ্রমিক কৃষক আদিবাসী এবং দলিতদের টাকা থেকে দূরে রাখা। তারা সবাই কোটিপতিদের হাত ভরিয়ে দিতে চায় টাকায়'।

hiring.jpg