ফের রাহুলের নিশানায় প্রধানমন্ত্রী মোদী!

দু'দিনের সফরে লাদাখের উদ্দেশে রওনা দিয়েছেন রাহুল গান্ধী।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির (এনএমএমএল) নাম পরিবর্তন করে 'প্রধানমন্ত্রীর জাদুঘর ও লাইব্রেরি সোসাইটি' করা নিয়ে বিতর্কের জবাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, "জওহরলাল নেহরু শুধু তাঁর নামের জন্য নয়, তাঁর কাজের জন্য পরিচিত।"

ইতিমধ্যে এনএমএমএল-এর নাম পরিবর্তন নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর জাদুঘর এবং গ্রন্থাগার সোসাইটি হল এনএমএমএল-এর নতুন নাম, যা দিল্লির কেন্দ্রস্থলে তিন মূর্তি মার্গে অবস্থিত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।