রাহুলের রোড শোয়ে রেকর্ড ভিড়! বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি, এবার হবে আসল খেলা

তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যের জনগণের জন্য বিরাট প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী।

author-image
Aniruddha Chakraborty
New Update
কন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তুললেন কংগ্রেস নেতা-সাংসদ রাহুল গান্ধী। কর্ণাটক দখলের পর তেলাঙ্গানায় চমকপ্রদ ফল করতে পারে কংগ্রেস। এমনকী বিআরএস-এর কে চন্দ্রশেখরের সরকারকে সরিয়ে ক্ষমতাতেও আসতে পারে হাত শিবির। নির্বাচনী সমীক্ষায় এমন জোরালো সম্ভাবনা বলার পর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে হাত শিবির।

এদিন, রাহুলের রোড শোয়ে রেকর্ড ভিড় নজরে পড়ল। এদিন রাহুল বলেন, "আমি এখানে বলতে এসেছি কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যের কৃষকদের বিদ্যুতের জন্য খরচ করতে হবে না। তেলাঙ্গানার সর্বত্র বিনামূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুত পাবেন কৃষকরা। গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দিয়ে মাত্র ৫০০ টাকায় দেওয়া হবে। আর মহিলা ও বৃদ্ধদের জন্য থাকবে মাসিক ভাতা। মহিলাদের সরকারী বাসে বিনামূল্য়ে সফরের ব্যবস্থা করা হবে।"

hire