New Update
/anm-bengali/media/media_files/EfaXIxYVsfdmCJa3oTLD.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভার সাংসদ পদে পুনর্বহাল হওয়ার পর প্রথমবারের মতো দিল্লির বাসভবন থেকে কেরালার ওয়ানাডে নিজের সংসদীয় আসনের উদ্দেশে রওনা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
#WATCH | Congress MP Rahul Gandhi leaves for Wayanad in Kerala, from his residence in Delhi pic.twitter.com/3b2sBglqGI
— ANI (@ANI) August 11, 2023
গত ৪ আগস্ট 'মোদী' পদবি নিয়ে মন্তব্য মামলায় দোষী সাব্যস্ত রাহুল গান্ধীর সাজা স্থগিত করার পর সোমবার লোকসভা সচিবালয় তাঁর সদস্যপদ পুনরুদ্ধার করে।
কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি ভিটি সিদ্দিকী বলেন, "রাহুল গান্ধী ১২ আগস্ট অর্থাৎ আজ ওয়ানাডে আসবেন। রাহুল গান্ধী ১২ ও ১৩ আগস্ট জেলা কংগ্রেস কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন। ওয়ানাডের ইতিহাসে রাহুল গান্ধীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us