/anm-bengali/media/media_files/HLdUbriPaMHYKDFnfCNG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নভেম্বরে রয়েছে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। মিজোরাম, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং রাজস্থান – এই ৫ রাজ্যে হবে বিরোধীদের লড়াই। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এই ৫ রাজ্যের নির্বাচন খুবই হাইভোল্টেজ। তাই সেই ভোটকে গুরুত্ব দিয়ে দেখছে সকল দলই।
ইতিমধ্যেই মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। কিন্তু তা নিয়ে শুরুও হয়েছে জোর চর্চা। তবে দলের গঠন ঠিক করতেই হবে। কেননা ভোটের আগে এতো বিতর্ক ভোট বাক্সে প্রভাব ফেলবে হাত শিবিরের। তাই সেই লক্ষ্যে সাতসকালে বৈঠক ডাকল কংগ্রেস। এদিন সকালেই এআইসিসির সদর দফতরে পৌঁছেছেন দলীয় প্রতিনিধিরা। সকাল সকালই বৈঠকে যোগ দিতে সেখানে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের জন্য এআইসিসি সদর দফতরে পৌঁছেছেন তিনি। বৈঠকে মূলত ৫ রাজ্যের ভোটের বিষয়েই জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
#WATCH | Delhi: Congress MP Rahul Gandhi arrives at AICC headquarters for the party's Central Election Committee meeting pic.twitter.com/AnjuqlaKra
— ANI (@ANI) October 18, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us