মনিপুর যাচ্ছেন রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী 29 থেকে 30 জুন সহিংসতা-বিধ্বস্ত মণিপুর সফর করবেন, মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন।

author-image
Poulami Samanta
New Update
rahul gandhi birth.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : রাহুল গান্ধী 29-30 জুন মণিপুর সফর করবেন। তিনি ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং তার সফরের সময় ইম্ফল এবং চুরাচাঁদপুরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন,” বলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল।
গত মাসের শুরুতে সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রায় 50,000 মানুষ এখন রাজ্য জুড়ে 300 টিরও বেশি ত্রাণ শিবিরে অবস্থান করছে। উত্তর-পূর্ব রাজ্যের মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতায় এখন পর্যন্ত 100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।