/anm-bengali/media/media_files/8lwWNXAYHoyBjB2D2XzH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার বিহারের (Bihar) পাটনায় বিরোধীদের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৪ সালের লোকসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে এই বৈঠক হবে বলে খবর। ইতিমধ্যে একাধিক অ-বিজেপি শাসিত রাজ্যের নেতা, মন্ত্রী ইতিমধ্যে পাটনায় হাজির হয়েছেন। এরই মাঝে শুরু হল পোস্টার যুদ্ধ। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে নজিরবিহীন নিশানা করল বিজেপি (BJP)। এদিন বিহারের পাটনায় বিজেপি কার্যালয়ের বাইরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে 'বাস্তব জীবনের দেবদাস' হিসেবে চিত্রিত করে বিরোধী ঐক্যের সমালোচনা করে পোস্টার লাগানো হয়েছে।
#WATCH | Posters taking a jibe at the Opposition unity, portraying Congress leader Rahul Gandhi as 'Devdas of real life', put up outside the BJP office in Patna, Bihar. pic.twitter.com/23eHdw8D9o
— ANI (@ANI) June 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us