নেমরা গ্রামে রাহুল গান্ধী

প্রয়াত শিবু সোরেনকে শ্রদ্ধা জানাতে নেমরা গ্রামে রাহুল গান্ধী।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-06 000827

নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ ঝাড়খণ্ডের রামগড় জেলার নেমরা গ্রামে পৌঁছান প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। উল্লেখ্য, শিবু সোরেন দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হন।