মিজোরামের মানুষের সাথে গভীর সম্পর্ক রয়েছে রাহুল গান্ধীর!

আজ ভোটের প্রচারে মিজোরামে কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
rahul chattis.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী ৭ নভেম্বর মিজোরামে রয়েছে বিধানসভা নির্বাচন। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন হাইভোল্টেজ ফ্যাক্টর সকল দলের কাছে। স্বাভাবিক ভাবেই প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না কেউই। আজই ভোটের প্রচারে মিজোরামে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তাঁর মিজোরাম সফরের আগে, রাজ্যের কংগ্রেস ইন-চার্জ ভক্ত চরণ দাস জানিয়েছেন, “রাহুল গান্ধীর সাথে মানুষের গভীর সম্পর্ক রয়েছে। তাঁর সকাল ১১টায় একটি পদযাত্রা রয়েছে। অনেক মানুষ তার সঙ্গে যোগ দেবেন। সন্ধ্যায় তিনি ছাত্রদের সঙ্গে মত বিনিময় করবেন। আগামীকাল সকালে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং দলীয় নেতাদের বৈঠকে যোগ দেবেন। পরে আইজওয়াল থেকে লুংলেই যাবেন। সেখানে একটি জনসভা আছে তাঁর। তার পর তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন”।

hiren