‘কৃষকরা আদানি নন’, মনে করালেন রাহুল

আজ ঝাড়খণ্ডের গোড্ডাতেই চলছে রাহুলের যাত্রা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul gandhisd.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজ ঝাড়খণ্ডের গোড্ডাতেই চলছে রাহুলের যাত্রা। এদিন সেখান থেকেই রাহুল গান্ধী বলেন, “যখন আদানির মতো লোকদের কোটি কোটি টাকা মকুব করা যেতে পারে, তাহলে কেন প্রধানমন্ত্রী মোদী কৃষকদের ঋণ মকুব করছেন না? কৃষকরা কী ভুল করেছে? নাকি কৃষকরা আদানি নন, তাই ঋণ মকুব করা যাচ্ছে না!”

স্ব

স

স