/anm-bengali/media/media_files/jpGMtYL0NIR6ifJf8tnI.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে আজ যুদ্ধের ফল প্রকাশের (Karnataka Election Result) দিন। টানটান উত্তেজনা প্রতিটি রাজনৈতিক শিবিরে। তবে বিজেপি (BJP) খেল জমাতে পারছে না। লেটেস্ট আপডেট বলছে এখন পর্যন্ত ২২৪ টি আসনের বিধানসভায় ১১৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস (Congress)। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রাহুলের (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) ফলস্বরূপ কর্ণাটকে দলের দুর্ধর্ষ ব্যাটিং বলছে রাহুলই ওয়ান ম্যান আর্মি (One Man Army)। এক রাহুল সমর্থকের সম্প্রতি করা টুইট এই মুহূর্তে ভাইরাল যেখানে রাহুলের ভারত জোড়ো যাত্রার কিছু টুকরো টুকরো ছবি নিয়ে কোলাজ করা হয়েছে। আবহে বাজছে "Unstoppable"। তাতে রাহুলের দৃপ্ত হাসির ম্যাজিকই কি আজ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে? এক্সিট পোলগুলি (Exit Poll) দেখাচ্ছে যে বিধানসভা ভোটে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে।
I’m invincible
— puspita bose (@PuspitaBose) May 13, 2023
I’m so confident
Yeah, I’m unstoppable today 🔥
#VoteCounting
#KarnatakaElectionResults2023pic.twitter.com/TAo0XPo6nn
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us