আসামে সমস্যায় পড়বেন রাহুল, জানে কংগ্রেস!

মণিপুর, নাগাল্যান্ড পেরিয়ে আজ ন্যায় যাত্রা পৌঁছেছে আসামে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul tela.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ পঞ্চম দিন। মণিপুর, নাগাল্যান্ড পেরিয়ে আজ রাহুল গান্ধীর ন্যায় যাত্রা পৌঁছেছে আসামে। তবে আসামে একাধিক বাধার সম্মুখীন হবেন রাহুল, অন্তত কংগ্রেসের তরফে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

এই প্রসঙ্গে আসামের যোরহাটে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “আমরা ২৫ জানুয়ারি পর্যন্ত আসামে রয়েছি। রাজ্য সরকার যাতে এখানে ভারত জোড়ো যাত্রা সফল না হয় তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের বিশ্বাস আছে যে আসামের যুবক ও মহিলারা রাহুল গান্ধী যা বলবেন তা শুনবেন। রাহুল গান্ধীর প্রতি তাঁদের ভরসা আছে”।

hiren