/anm-bengali/media/media_files/HgvXwmMQRgGnaJpwLBz9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অবমাননা মামলায় জেলের শাস্তি হওয়ায় সাংসদ পদ খুইয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এরপর সাংসদ না থাকা রাহুলকে তার সরকারী বাংলো খালি করার নির্দেশ দেয় লোকসভার সচিবালয়। সাংসদদের দেওয়া সরকারী বাংলো আর পাবেন না রাহুল। আর তাই সব বাক্স, ব্যাগ গুছিয়ে একটি বড় ট্রাকে করে ১২ নম্বর তুঘলক লেনের বাসভবন থেকে রাহুলের জিনিসপত্র চলে গেল। ১৯ বছর ধরে রাহুল এই তুঘলক লেনের বাসভবনের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, ট্রাকগুলো রাহুলের মা এবং ইউপিএ চেয়ারপার্সন, সাংসদ সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
#WATCH | Trucks from Rahul Gandhi's 12 Tughlak Lane bungalow, carrying his belongings, arrive at the residence of UPA chairperson and Congress MP Sonia Gandhi's 10 Janpath residence in Delhi.
— ANI (@ANI) April 14, 2023
He is vacating his residence after being disqualified as Lok Sabha MP. pic.twitter.com/UNqJvPi7Bg
২০০৪ সালে আমেথি লোকসভা থেকে প্রথমবার জিতে সাংসদ হয়ে তুঘলক লেনে এই সরকারী বাংলো পেয়েছিলেন রাজীব গান্ধী-সোনিয়া পুত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us