New Update
/anm-bengali/media/media_files/dUmaMRCPK6zf7QBD4RFx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন সংসদ ভবন নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রবিবার এক টুইট বার্তায় রাহুল গান্ধী লেখেন, ‘সংসদ হচ্ছে জনগণের কণ্ঠস্বর। অথচ প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক হিসেবে দেখছেন।‘ উল্লেখ্য, আজ রবিবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে নতুন সংসদ ভবনের (New Parliament House) পথচলা শুরু হল। বহু রাজনৈতিক দল, একাধিক নেতা মন্ত্রী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা হাজির ছিলেন এই অনুষ্ঠানে।
संसद लोगों की आवाज़ है!
— Rahul Gandhi (@RahulGandhi) May 28, 2023
प्रधानमंत्री संसद भवन के उद्घाटन को राज्याभिषेक समझ रहे हैं।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us