New Update
/anm-bengali/media/media_files/lO9NFYpfmShd2Oqljdqc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জি ২০-র (G20) নৈশভোজে আমন্ত্রণ পাননি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এদিকে এই জি ২০ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি আজ শনিবার এক টুইট বার্তায় লেখেন, ‘গরীব মানুষকে আড়াল করছে ভারত সরকার। এই ভারত সরকার আমাদের দরিদ্র মানুষ এবং পশুদের লুকিয়ে রাখছে। আমাদের অতিথিদের কাছ থেকে ভারতের বাস্তবতা লুকানোর কোনও প্রয়োজন নেই।‘ কংগ্রেস দল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে বস্তিগুলিকে সবুজ চাদরে ঢেকে রাখা দেখা যাচ্ছে। দু'দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলনে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর নেতারা অংশ নিচ্ছেন।
GOI is hiding our poor people and animals.
— Rahul Gandhi (@RahulGandhi) September 9, 2023
There is no need to hide India’s reality from our guests.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us