BREAKING: মহাজোটের হাত নীতিশ কুমার ছাড়তেই বোমা ফাটালেন রাহুল গান্ধী!

মহাজোটের হাত নীতিশ কুমার ছেড়ে দিলেন। ঠিক তারপরেই ন্যায় যাত্রায় বোমা ফাটালেন রাহুল গান্ধী।

author-image
Anusmita Bhattacharya
New Update
Rahul-Gandhi-3-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

নিজস্ব সংবাদদাতা: মহাজোটের হাত ছেড়ে এনডিএ জোটে নীতিশ কুমার যেতেই বাংলা ছেড়ে বিহারে ঢুকল রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। আজ বিহারের কিষানগঞ্জে রয়েছেন তিনি। বললেন, 'বিজেপির ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভালোবাসার ভাবধারা। আমরা ভালোবাসা, সম্মানের কথা বলি। মণিপুর জ্বলছে, এখনও প্রধানমন্ত্রী সেখানে গেলেন না। আরএসএস-বিজেপির আদর্শ ভারতে হিংসা ছড়াচ্ছে'। 

flafood

foodfla

ad11rain