সুপ্রিম কোর্টের রায় আসতেই রাহুলকে কটাক্ষ বিজেপির

আবেদন খারিজ করে দিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1573657162supreme-court-of-india

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ভুয়ো ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিলেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। এদিন তিনি বলেন, "গতকাল, সুপ্রিম কোর্ট ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে জাল ভোটদানের অভিযোগে চ্যালেঞ্জ করে একটি আবেদন খারিজ করে দিয়েছে। আদালত বলেছে, "আমাদের সামনে এমন কোনও বাস্তব তথ্য নেই যা বলে যে জাল ভোটদান হয়েছে"। উপরন্তু, আদালত উল্লেখ করেছে যে এটি আইনি প্রক্রিয়ার অপব্যবহার। রাহুল গান্ধী 'মিথ্যার দোকান' চালাচ্ছেন, 'ভালোবাসার দোকান' নয়"।

GOURAV VATIYA.jpg