গ্রেফতারি নোটিস বিতর্কে সরব কর্মী রাহুল ঈশ্বর: ‘এটি পুরুষদের স্বাধীনতা সংগ্রাম’

কি বললেন তিনি?

author-image
Aniket
New Update
breaking new 2



নিজস্ব সংবাদদাতা: সামাজিক কর্মী রাহুল ঈশ্বর অভিযোগ করলেন যে পুলিশ তাঁকে যে নোটিস দেওয়ার দাবি করছে, তা বাস্তবে তাঁকে কখনও প্রদান করা হয়নি। তিনি বলেন, “এটি পুরুষদের স্বাধীনতার লড়াই। এই গোটা প্রক্রিয়া 'Arnesh Kumar' রায়ের পরিপন্থী। পুলিশ দাবি করছে যে তারা আমাকে নোটিস দিয়েছে, কিন্তু আমি কোনো নোটিস পাইনি।”