New Update
/anm-bengali/media/media_files/RbHQukoEIEl0GN4gRIR2.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার বিকেলে ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতি শরদ পাওয়ারের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে আসেন রাহুল।
এনসিপি ছেড়ে মহারাষ্ট্র সরকারে যোগ দেন অজিত পাওয়ার। শুধু যোগ দেওয়াই নয়, রাতারাতি রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হয়ে যান তিনি। কিন্তু এই ঘটনার পর থেকে ভেঙে পড়েন শরদ পাওয়ার। অনেক বিরোধী দলের নেতা মন্ত্রীরাই তাঁকে সান্ত্বনা দেন। এদের মধ্যে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও শরদ পাওয়ারকে ফোন করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এবার শরদ পাওয়ারের বাড়িতে দেখা করতে এলেন রাহুল গান্ধী।
#WATCH | Congress leader Rahul Gandhi arrives at NCP President Sharad Pawar's residence to meet him, in Delhi pic.twitter.com/oWow3BQrlK
— ANI (@ANI) July 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us