অভিযুক্তদের ক্ষমা করা উচিত নয় ! লালকেল্লা বিস্ফোরণ কে কেন্দ্র করে বড় বার্তা দিলেন রাঘব চাড্ডা

কি বড় বার্তা দিলেন রাঘব চাড্ডা ?

author-image
Debjit Biswas
New Update
raghav chadda.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার  লালকেল্লা বিস্ফোরণ কে কেন্দ্র করে এক বড় বার্তা দিলেন রাজ্যসভার সাংসদ এবং আম আদমি পার্টি (AAP)-এর নেতা রাঘব চাড্ডা। তিনি বলেন,''এই বিষয়টি একটি খুবই গুরুতর বিষয়। এই ভয়ঙ্কর বিস্ফোরণের পর যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। গোটা দেশ সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ (The whole nation stands united with the government)।"

delhi red fot blasta

এরপর তিনি বলেন,''এই দেশবিরোধী কার্যকলাপে (anti-national activities) জড়িত অভিযুক্তদের কোনওভাবেই ক্ষমা করা উচিত নয়। এই ধরনের উপাদানগুলিকে চিহ্নিত করে আমাদের সমাজ থেকে নির্মূল (eliminated) করতে হবে। এই বিষয়ে সরকারের কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।"