রায়বরেলিতে রাহুল, সুযোগ পেলেন না প্রিয়াঙ্কা, পারিবারিক দ্বন্দ্ব প্রকোট

'তিনি তার বোনের প্রতি ন্যায়বিচার করতে সক্ষম হননি'।

New Update
rahul priyanka.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রায়বরেলি লোকসভা আসন থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রার্থী হওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির হামিরপুরের প্রার্থী অনুরাগ ঠাকুর এদিন বলেন, “কখনও কখনও রাহুল গান্ধী বলতেন 'ডরো মত', এখন ভয়ের কারণে, আমেঠি থেকে ওয়ানাড় এবং ওয়ানাড় থেকে রায়বরেলি পর্যন্ত পরাজয়ের প্রতি তার ভয় তাকে সর্বত্র তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এমনই অবস্থা তিনি তার বোনের প্রতি ন্যায়বিচার করতে সক্ষম হননি কারণ একদিকে রবার্ট বঢরাও টিকিট চেয়েছিলেন এবং অন্যদিকে দলের দাবি ছিল প্রিয়াঙ্কা গান্ধীর জন্য। তবে দলের তালিকায় এদের কারোর নামই উল্লেখ করা হয়নি। তার বদলে রাহুলের নাম উল্লেখ করা হয়েছে। এর থেকেই বোঝা যায় কংগ্রেস দলের মধ্যে, তাঁদের পরিবারের মধ্যেই কিছু একটা চলছে”।

rahul 1.png

anurag thakurrr.jpg

Add 1