রাধাকৃষ্ণনের জয়: “আমাদের পরাজয় নয়” — কংগ্রেস

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে রাধাকৃষ্ণনের জয়: “এটি আমাদের পরাজয় নয়, সংবিধান রক্ষাই লক্ষ্য” — কংগ্রেস সাংসদ সুখদেও ভগত।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-09 9.39.09 PM

নিজস্ব সংবাদদাতা: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সাংসদ সুখদেও ভগত। তিনি বলেন, “আমি সি.পি. রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানাই। এই বিজয় শুধু বিজয় নয়, এটি একটি গুরুদায়িত্ব। দায়িত্ব হলো সংবিধানের মূল্যবোধ রক্ষা করা। আমরা আশা করি, যখন তিনি শপথ নেবেন, তখন সাবেক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় সেখানে উপস্থিত থাকবেন।”

সাংসদ ভগত আরও বলেন, “এটি আমাদের পরাজয় নয়। আমাদের আন্দোলন হলো সংবিধানকে রক্ষা করা। সংবিধানের মূল্যবোধ অটুট রাখা এবং তা বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। সেই দায়িত্বই কংগ্রেস নেতা রাহুল গান্ধী পালন করে চলেছেন।” উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণন উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।