পুতিনের ভারত সফর ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’, মন্তব্য শশী থারুরের

দ্বিপাক্ষিক সম্পর্কে ভারতের স্বয়ংসম্পূর্ণ নীতি জোরালোভাবে তুলে ধরলেন কংগ্রেস সাংসদ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-12-04 10.09.58 PM

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে “বহু গুরুত্বপূর্ণ” বলে উল্লেখ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, ভারত-রাশিয়া সম্পর্ক দীর্ঘদিনের এবং আজকের অস্থির আন্তর্জাতিক প্রেক্ষাপটে পুরনো বন্ধুত্ব আরও শক্তিশালী করা প্রয়োজন।

থারুর জানান, এই সফর কোনোভাবেই ভারতের যুক্তরাষ্ট্র বা চিনের সঙ্গে সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। তাঁর ভাষায়, “ভারত স্বাধীনভাবে সম্পর্ক তৈরি করার ক্ষমতা রাখে। আমাদের কূটনীতির মূলে রয়েছে সার্বভৌম স্বায়ত্তশাসন। বন্ধুত্ব ও অংশীদারিত্ব নির্ধারণের অধিকার আমাদের নিজেদের।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়া ভারতকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস সরবরাহ করেছে। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার ভূমিকার উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন অপারেশন সিন্ধুর সময় পাকিস্তানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র থেকে এস-৪০০ সিস্টেমের সুরক্ষা পাওয়ার ঘটনা— যা দেশের জন্য বড় প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

থারুর আশা প্রকাশ করেন, এই সফরে যদি নতুন চুক্তি সম্পন্ন হয় তবে তা দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও মজবুত করবে, এবং তা অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিরোধিতা নয়।