রথযাত্রার আগে ঘরের কাছে পুরী! যাত্রা শুরু সোমে

হাওড়া-পুরী রুটে বন্দে ভারতের পরিষেবা শুরু হলে পুরী পৌঁছতে সময় লাগবে প্রায় সাড়ে ৬ ঘন্টা। সকাল ৬ টা ১০ মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস।

author-image
Pallabi Sanyal
New Update
rath train

রথযাত্রার আগেই শুরু হচ্ছে হাওড়া-পুরী বন্দেভারত এক্সপ্রেস

নিজস্ব সংবাদদাতা : রথযাত্রার আগেই সুখবর! এবার একদিনেই পৌঁছে যান পুরী।  আগামী ২০ জুন রথযাত্রা। তার আগে ১৫ মে থেকে  হাওড়া-পুরী রুটে পাকাপাকিভাবে গড়াতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। এর আগে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে সেমি হাইস্পিড ট্রেনটির। মে মাসে পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা ছিল। সেই মতো ৩ দিন পরেই হতে চলেছে প্রতীক্ষার অবসান। ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে ভুবনেশ্বর থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া-পুরী রুটে বন্দে ভারতের উদ্বোধন করবেন। 
হাওড়া-পুরী রুটে বন্দে ভারতের পরিষেবা শুরু হলে পুরী পৌঁছতে সময় লাগবে প্রায় সাড়ে ৬ ঘন্টা।  সকাল ৬ টা ১০ মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। আবার  পুরী থেকে দুপুর ১ টা ৫০ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ার উদ্দেশে রওনা দেবে।