পুরীর জগন্নাথ মন্দিরের সেবাইতকে খুন! সিসিটিভিতে দেখা গেল দেহ ফেলে দিতে

ঘটনায় চাঞ্চল্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
jagannathpuri.jpg

নিজস্ব সংবাদদাতা: বুধবার পুরীর জগন্নাথ মন্দিরের ৮৩ বছর বয়সী এক সেবাইতকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, পুলিশ জানিয়েছে। গুড়িয়াশাহীর রাবেণী চৌরায় রক্তাক্ত অবস্থায় মন্দিরের 'সুপাকার' জগন্নাথ দীক্ষিতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মন্দিরে ‘স্নানযাত্রা’ উৎসবের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই ঘটনাটি ঘটে।

"প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলে মনে হচ্ছে। ব্যক্তিগত শত্রুতার কারণে এটি হতে পারে। আমরা ঘটনাটি তদন্ত করছি", পুলিশ সুপার বিনীত আগরওয়াল দিয়েছেন এই তথ্য। এদিকে, একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে একজন ব্যক্তি দীক্ষিতের মৃতদেহ রাস্তার পাশে ফেলে যাচ্ছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Puri Jagannath temple’s servitor murdered, body found on roadside