পুরীর জগন্নাথ মন্দিরে হামলার হুমকি, ঠাকুরাণীর মন্দিরের গায়ে পড়লো হুমকি বার্তা

অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা দল এই হুমকি লিখে যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jagannath temple puri

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওড়িশার পুরী জগন্নাথ মন্দির ধ্বংসের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে মন্দির সংলগ্ন মা বুধি ঠাকুরাণী মন্দিরের গায়ে ওড়িয়া ভাষায় বড় বড় করে লেখা পাওয়া যায়— “জঙ্গিরা জগন্নাথ মন্দির ধ্বংস করে দেবে”। হুমকির খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

গ্রাফিটিতে আরও লেখা ছিল— “আমায় ফোন করুন, নাহলে ধ্বংস হয়ে যাবে সব”, পাশাপাশি ‘প্রধানমন্ত্রী মোদী’ ও ‘দিল্লি’ শব্দও উল্লেখ ছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান পুরীর পুলিশ সুপার পিনাক মিশ্র। তিনি জানান, “অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করা হচ্ছে। কয়েকটি সূত্র পাওয়া গিয়েছে এবং অভিযুক্তদের ধরতে বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে"।

GyNixVwXwAEhOIu

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা দল এই হুমকি লিখে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

এরই মধ্যে পুলিশ এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে সে একাই এই কাজ করেছে, নাকি তার সঙ্গে আরও কেউ যুক্ত ছিল— তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে জগন্নাথ মন্দির ও আশপাশের এলাকায়।