বড় নাশকতার আগেই সাফল্য পেল পাঞ্জাব পুলিশ

অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল ও ১০টি লাইভ কার্তুজ উদ্ধার করা হয়েছে।

New Update
GFtAD9_WUAEC6kX.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাব পুলিশের বিরাট সাফল্য। বড় দুষ্কৃতি হামলা রুখে দিল পাঞ্জাব পুলিশ। গ্রেফতার হল ৩ জঙ্গি।  যা জানা যাচ্ছে, অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স, কানাডা-ভিত্তিক লক্ষবীর লান্ডা এবং পাকিস্তান-ভিত্তিক হারবিন্দর রিন্দার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে। তিনজনকেই পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে। তিন অভিযুক্তের নাম - জোবানজিৎ সিং, বিক্রমজিৎ সিং এবং কুলবিন্দর সিং। এর মধ্যে জোবনজিৎ সিং ইউএপিএ, অস্ত্র আইন, এনডিপিএস আইন এবং আইটি আইনের অপরাধে অভিযুক্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে। পাঞ্জাব ডিজিপি গৌরব যাদব এদিন এই বিষয়ে জানিয়েছেন, অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল ও ১০টি লাইভ কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্তরা কানাডা ও পাকিস্তানের জঙ্গি দলের নির্দেশে অপরাধমূলক কার্যকলাপ চালাচ্ছিল এদেশে।

 

স্ব

স

স