New Update
/anm-bengali/media/media_files/S0z53PjbKHJxl9W4Zo1D.jpg)
নিজস্ব সংবাদদাতা: মৃত্যুঞ্জয়ী কুকুর। মারণ রোগ ক্যানসারকে হারিয়ে দিল সিমি। পাঞ্জাব পুলিশের ডগ স্কোয়াডের অন্যতম সদস্য সিমি। এই কুকুরটি জাতে ল্যাব্রাডর। সম্প্রতি জাতীয় নিরাপত্তার কাজে ফিরেছে সে। প্রিয় সিমি সুস্থ হওয়ায় এবং নতুন করে কাজে ফিরে আসায় বেজায় খুশি সারমেয় বাহিনি-সহ পাঞ্জাব পুলিশের সমস্ত বিভাগ। যে কোনও অপরেশনে হেড কনস্টেবল কুলবীর সিংয়ের সঙ্গে দেখা যায় সাত বছরের সিমিকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us