বম্বিহা গ্যাং-এর দুই সহযোগীকে গ্রেপ্তার করলো পাঞ্জাব পুলিশ ! বাজেয়াপ্ত ৬টি পিস্তল ও কার্তুজ

বড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : এক বড় ধরনের অপরাধমূলক কার্যকলাপকে বানচাল করে আজ একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করলো পাঞ্জাব পুলিশ। এই বিষয়ে পাঞ্জাবের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) গৌরব যাদব নিজের এক্স  (টুইটার)-এ একটি পোস্ট মারফত জানিয়েছেন যে, ''পাঞ্জাবের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (AGTF) আজ বরনালা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে বম্বিহা গ্যাং-এর দুই সহযোগী-কে গ্রেপ্তার করেছে।''

Gun

ধৃত ২ জনের নাম হল সন্দীপ সিং এবং শেখর, এরা অবৈধ অস্ত্র পাচারের সাথে জড়িত ছিল। এদের কাছ থেকে মোট ৬টি পিস্তল (যার মধ্যে একটি PX5, চারটি .৩২ বোরের পিস্তল, এবং একটি .৩০ বোরের পিস্তল রয়েছে) এবং ১৯টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, বিদেশের হ্যান্ডলারদের নির্দেশে এই অভিযুক্তরা রাজ্যের বম্বিহা গ্যাং-এর ফুট সোলজারদের কাছে এই অস্ত্রগুলি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছিল। এদের উদ্দেশ্য ছিল পাঞ্জাবে এক বড় ধরনের অপরাধমূলক ঘটনা ঘটানো।