পাঞ্জাবে আটক গ্যাংস্টার গোল্ডি ব্রারের সহযোগী ! উদ্ধার ৫টি পিস্তল

বড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গ্যাংস্টার গোল্ডি ব্রারের সহযোগী বালজিন্দর সিং ওরফে রেইনচকে গ্রেপ্তার করলো পাঞ্জাবের এন্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (AGTF)। এই বিষয়ে পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) জানিয়েছেন,''বালজিন্দর সিংয়ের কাছ থেকে ৫টি পিস্তল (.৩২ বোর) এবং ১০টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে, যা পাঞ্জাবের শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করার উদ্দেশ্যে গোল্ডি ব্রার গ্যাং-কে সরবরাহ করার কথা ছিল।''

gun

প্রাথমিক তদন্তে জানা গেছে, গোল্ডি ব্রারের প্রধান সহযোগী মলকিত সিং ওরফে কিট্টা ভানির নির্দেশে এই অস্ত্রগুলি সংগ্রহ করা হয়েছিল। আটক বালজিন্দর সিংয়ের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।