/anm-bengali/media/media_files/Qe7XpIPwn4s7mxARZHM0.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রকাশ সিং বাদলকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকেই চণ্ডীগড়ের ২৮ নম্বর সেক্টরে শিরোমণি অকালি দলের কার্যালয়ে মানুষ ভিড় জমাতে শুরু করেছিলেন মানুশ। অন্যদিকে পাঞ্জাব সরকার পাঁচবারের মুখ্যমন্ত্রীর সম্মানে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারী অফিস, বিভাগ, বোর্ড, কর্পোরেশন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জানা গিয়েছে, শেষ শ্রদ্ধা জানাতে দুপুর ১২ টায় চণ্ডীগড়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছুদিন ধরেই বাদলের শারীরিক অবস্থা ভালো ছিল না। এক সপ্তাহ আগে শ্বাসকষ্ট শুরু হলে তাকে মোহালির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তাঁর মৃত্যু হয় এবং তাঁর দেহ শিরোমণি অকালি দলের প্রধান কার্যালয়ে রাখা হয়। দুপুর ১২ টায় রাজপুরা, পাতিয়ালা, সাঙ্গরুর, বারনালা, রামপুরা ফুল ও বাথিন্ডা হয়ে মুক্তসারের বাদল গ্রামে নিয়ে যাওয়া হবে তাঁর দেহ।
Government offices in Chandigarh will remain closed tomorrow following the demise of former Punjab Chief Minister and Shiromani Akali Dal patron Parkash Singh Badal: Punjab Government
— ANI (@ANI) April 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us