অপারেশন সিঁদুরের পর অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ! পাঞ্জাব জুড়ে জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা

কি জানালেন পাঞ্জাবের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ?

author-image
Debjit Biswas
New Update
operation sindoor

নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিঁদুরের পর সমগ্র পাঞ্জাব জুড়ে চরম অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। আর ঠিক এই কারণেই এবার সমগ্র পাঞ্জাব জুড়েই জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা। আজ এই বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পাঞ্জাবের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) গৌরব যাদব (Gaurav Yadav)। তিনি বলেন,''সাম্প্রতিক 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)-এর পর পাকিস্তান এবং আইএসআই (ISI) পাঞ্জাবে অস্থিরতা ছড়ানোর জন্য বেশকিছু উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে সম্পূর্ণ রাজ্যের নিরাপত্তার ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে।''

Bsf

এরপর তিনি বলেন,''রাজ্যের নিরাপত্তা বাড়ানোর জন্য সীমান্ত জেলাগুলিতে মোতায়েনের জন্য বিএসএফ (BSF)-এর সাতটি কোম্পানি বরাদ্দ করা হয়েছে। এছাড়াও রাজ্যের নিজস্ব সম্পদ থেকে ৫০টি কোম্পানি সমস্ত জেলায় মোতায়েন করা হয়েছে। এছাড়াও জনগণ যাতে সংগঠিত অপরাধ সংক্রান্ত কোনও তথ্য সহজেই দিতে পারে, তার জন্য গতকাল একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।'' 

এছাড়াও তিনি দাবি করেন যে,''গত সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত পাঞ্জাব পুলিশ ২৬টি সন্ত্রাসী মডিউল ভেঙে দিয়েছে।''