বিজেপির নির্দেশেই এমন মন্তব্য করেছেন নিশিকান্ত দুবে ! ভয়ঙ্কর অভিযোগ করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা

বিজেপির বিরুদ্ধে কি ভয়ঙ্কর অভিযোগ করলেন হেভিওয়েট কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা ওয়ারিং ?

author-image
Debjit Biswas
New Update
BJP Flag

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের করা কিছু মন্তব্যের বিষয়ে কথা বলতে গিয়ে এবার বিজেপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন, পাঞ্জাব প্রদেশের কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং। তিনি বলেন, "আমি নিশিকান্ত দুবেকে ভালোভাবে চিনি। সংসদে বিরোধী দল এবং শাসকদল উভয়ই একথা জানে যে, তিনি বিজেপির সিনিয়র নেতাদের অনুমতি ছাড়া একটি কথাও বলেন না। এটা নিশিকান্ত দুবের কোনও ব্যক্তিগত মত নয়, এটা বিজেপির সিনিয়র নেতাদের চাপেই বলা হয়েছে।"

nishikantss.jpg

তিনি আরও বলেন, "এটি সুপ্রিম কোর্টের অপমান ও অবমাননা করার সমান। যদি জে পি নাড্ডা সত্যিই তার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন, তবে তিনি নিশিকান্ত দুবেকে নোটিশ দিন।"