ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্প থেকে পণ্য কেনা বন্ধ! বড় বার্তা কংগ্রেস সাংসদের

ফিনান্স অ্যাক্ট ২০২৩-এর মাধ্যমে প্রবর্তিত আয়কর আইনের ৪৩বি(এইচ) ধারা প্রত্যাহারের দাবিতে সংসদের বাইরে বিক্ষোভ দেখান পাঞ্জাব কংগ্রেস সাংসদরা।

author-image
Probha Rani Das
New Update
Amarinder Singh Raja Warringq2.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ফিনান্স অ্যাক্ট ২০২৩-এর মাধ্যমে প্রবর্তিত আয়কর আইনের ৪৩বি(এইচ) ধারা প্রত্যাহারের দাবিতে সংসদের বাইরে বিক্ষোভ দেখান পাঞ্জাব কংগ্রেস সাংসদরা। 

Amarinder Singh Raja Warringq1.jpg

পাঞ্জাব কংগ্রেসের প্রধান তথা সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়ারিং বলেন, "আয়কর আইনের ৪৩বি (এইচ) ধারা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চালু করেছেন যা এমএসএমই-র উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

WhatsApp Image 2024-08-09 at 12.44.56 PM.jpeg

ফলে উৎপাদকরা ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্প থেকে পণ্য কেনা বন্ধ করে দিয়েছে। এই বিভাগটি চালু করার আগে কোনও আলোচনা করা হয়নি এমএসএমই ঋণ পাওয়া বন্ধ করে দিয়েছে। ধারা ৪৩বি(এইচ) প্রত্যাহার করতে হবে।”