New Update
/anm-bengali/media/media_files/xkSPJfe3qqT3oKWb4DiQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অমৃতপাল সিং (Amritpal Singh)-এর গ্রেফতারিকে ঘিরে সরগরম পাঞ্জাব। টানা ৩৫ দিন ধরে পুলিশের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলার পর আজ রবিবার তাঁকে মোগা থেকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। যদিও তাঁর গ্রেফতারি প্রসঙ্গে এবার বিস্ফোরক দাবি করে বসলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আজ রবিবার তিনি বলেন, ' "আমি বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত ছিলাম। আমি গতকাল সারা রাত ঘুমাইনি, প্রতি ১৫ মিনিটে আমি আপডেট নিচ্ছিলাম কারণ আমি চাইনি কোনও রক্তপাত ঘটুক। অমৃতপালকে ১৮ মার্চও গ্রেফতার করা যেত, তবে গুলি চালাতে হত।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us