অবশ্যই আমরা জিতছি: মুখ্যমন্ত্রী

কর্ণাটকের (Karnataka) পাশাপাশি বুধবার পাঞ্জাবের (Punjab) জলন্ধরে (Jalandhar) চলছে উপনির্বাচন। ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবত মান (CM Bhagwant Mann)।

author-image
Pritam Santra
New Update
Bhagwant Mann

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের (Karnataka) পাশাপাশি বুধবার পাঞ্জাবের (Punjab) জলন্ধরে (Jalandhar) চলছে উপনির্বাচন। ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবত মান (CM Bhagwant Mann)। সোশ্যাল মিডিয়ায়, "আমরা অবশ্যই জিতব। জলন্ধরের কণ্ঠ লোকসভায় পাঞ্জাবের কণ্ঠস্বর হিসাবে প্রতিধ্বনিত হোক। আরও বেশি করে এই কণ্ঠস্বরের অংশ হয়ে নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রমাণ করুন, বিপ্লব দীর্ঘজীবী হোক।"