আসছেন, এই রাজ্যে মোদীর প্রথম জনসভা...প্রচণ্ড গরমেও উত্তেজিত মানুষ!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বড় মন্তব্য করলেন পঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখর।

author-image
Aniruddha Chakraborty
New Update
pmmodiop2.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ মোদীর আগামিকাল সফর প্রসঙ্গে পঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখর বলেন, "আগামীকাল প্রধানমন্ত্রী মোদী পাতিয়ালা আসছেন। এই প্রচণ্ড গরমেও মানুষ উত্তেজিত। পাঞ্জাব নির্বাচনে এটাই মোদীর প্রথম জনসভা। যে কৃষকরা প্রতিবাদ করছেন, তাঁরা স্বনিযুক্ত কৃষক নেতা। পঞ্জাবে গত ১০ বছরে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ও গমের সম্পূর্ণ ফোঁটা কেনা হয়েছে। কৃষকদের বিপথগামী করা হচ্ছে। পঞ্জাব ও হরিয়ানায় ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি রয়েছে।" 

,ম্নব

Add 1