নিজস্ব সংবাদদাতা: কৃষকদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিতে গন্ডগোল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যার ফলে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে শম্ভু সীমান্ত সিল করা হয়েছে। সীমান্তে বিএসএফ ও আরএএফ জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে।
#WATCH | Ambala, Haryana: Shambhu border sealed on Punjab-Haryana border ahead of farmers' protest. BSF and RAF personnel have also been deployed on the border. pic.twitter.com/P4IOoQc8P9