সীমান্তবর্তী এলাকা! রাজ্যকে বিপদ থেকে বাঁচাতেই CAA কার্যকর! কারণ জানালেন মোদী

২০২৪ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে। এরই মধ্যে কংগ্রেসকে নিশানা করে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Probha Rani Das
New Update
vjklkl11.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবের জলন্ধরে এক জনসভায় ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “দেশভাগের সময় যে হিন্দু-শিখ ভাইয়েরা ওপারে চলে গিয়েছিলেন, তাঁরা আমাদেরই আপনজন। বিজেপি-এনডিএ সরকার তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ এনেছে। কিন্তু তাতে সমস্যা রয়েছে কংগ্রেসের। তারা বলছে, ক্ষমতায় এলে সিএএ তুলে নেবে।

vjklkl12.jpg

তিনি আরও বলেন, “পাঞ্জাব একটি সীমান্তবর্তী রাজ্য। আমরা এটাকে আবার বিপদে ফেলতে দিতে পারি নাপঞ্জাবের মানুষ বুঝে গিয়েছেন, 'ঝাড়ু' দলের লোকজন মদের পাইকারি বিক্রেতা। কংগ্রেসের কাছ থেকে জরুরি অবস্থার শিক্ষা নিয়েছে 'ঝাডু' পার্টি। দু'জনেই এখানে এবং দিল্লিতে একে অপরকে গালি দিচ্ছেন, আবার একে অপরকে জড়িয়ে ধরছেন।” 

Add 1