/anm-bengali/media/media_files/SvWDE0KSJlCRx0bOpYnT.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দিল্লি গণধর্ষণ ২০১২ সাল। পুনে ধর্ষণ ২০২৫ সাল। মাঝখানে পেরিয়ে গিয়েছে ১৩টি বছর। অথচ অত্যাচারের ছবিটা রয়ে গিয়েছে একই। সেই একই ভাবে বাসের মধ্যে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। স্বর্গেট বাস ডিপো ধর্ষণের ঘটনায়, পরিবহণ মন্ত্রী প্রতাপ সারনায়েক স্বর্গেটের সহকারী পরিবহণ সুপারিনটেনডেন্ট এবং বাস ডিপো ম্যানেজারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে দোষী সাব্যস্ত হলে পরিবহণ মন্ত্রী তাদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও, স্বর্গেট বাস ডিপোতে নিযুক্ত সমস্ত নিরাপত্তা কর্মীদের নতুন নিরাপত্তা কর্মীদের সাথে প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের পক্ষ থেকে।
গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় পুনের একটি হাসপাতালের প্রি-অপারেটিভ কাউন্সেলর বাড়ি ফেরার উদ্দেশ্যে স্বর্গেট বাস ডিপোতে অপেক্ষা করছিলেন। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তার কাছে এসে জানান যে কাছাকাছি একটি বাস আগে থেকেই যাত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তরুণী বাসে প্রবেশ করলে অভিযুক্তও পিছু পিছু ঢুকে দরজা বন্ধ করে তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। এরপরই এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। একই সাথে নিরাপত্তার বিষয়ও জোর দিচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/02/01/5PVg4KrIUsXcNEoT9cSZ.jpg)
এদিকে, পুনে বাসে ধর্ষণের ঘটনায়, রাজ্য মহিলা কমিশনের সভাপতি রূপালি চাকঙ্কর এদিন বলেন, “স্বর্গেট ডিপোতে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভুক্তভোগী স্বর্গেট পুলিশে অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। তবে আমার মনে হয় মহিলাদের আত্মরক্ষা শেখানো উচিত এবং তাদের সর্বদা সচেতন থাকা উচিত। রাজ্য মহিলা কমিশন নির্দেশ দিয়েছে যে তার বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।
#WATCH | Mumbai, Maharashtra: On Pune bus rape incident, Rupali Chakankar, President, State Commission for Women says "The incident that took place at Swargate depot is very unfortunate. The victim registered a complaint at Swargate PS and quick action was taken by the police.… pic.twitter.com/WYRa9oHUlc
— ANI (@ANI) February 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us